× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান শরীফ খান সাময়িক বরখাস্ত

নারায়ন রবিদাস, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।

০৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফ হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব পলি কর স্বাক্ষরিত ( ডিসেম্বর) এর এক প্রজ্ঞাপনে তথ্য জানা যায়। তবে এটি জনসমক্ষে প্রকাশ্য আসে গতকাল (৫ ডিসেম্বর) রাতে।

প্রজ্ঞাপনে বলা হয়, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ হোসেন খানের বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী সুবিধা ভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়ির গুদাম ঘরে রাখার অভিযোগ। অভিযোগের বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক এর প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগ ডিসেম্বর ২০২৪ তারিখের ৯১৮ সংখ্যক প্রজ্ঞাপন মূলে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জবাব দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।

এব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোঃ শরীফ হোসেন খান বলেন, আমি চিঠি পেয়েছি। এই ঘটনাটি রাজনৈতিক প্রেক্ষাপটের শিকার।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.